ঢাকা | বঙ্গাব্দ

লজ্জাজনক হারের পর কেঁদে ফেললেন নেইমার

  • আপলোড তারিখঃ 18-08-2025 ইং
লজ্জাজনক হারের পর কেঁদে ফেললেন নেইমার ছবির ক্যাপশন: সংগৃহীত

যা হয়েছে তা মোটেও প্রত্যাশিত ছিল না নেইমারের জন্য। তাই তো ম্যাচ শেষে মাঠে বসেই কেঁদে দিলেন নেইমার। ব্রাজিলিয়ান সিরি আ’তে ভাস্কো দা গামার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে নেইমারের সান্তোস।


এমন লজ্জাজনক হারের পর কেঁদে ফেলাই তো স্বাভাবিক। ম্যাচের শুরু থেকেই বিপাকে ছিল সান্তোস। একের পর এক কঠিন পরীক্ষায় ফেলেই যাচ্ছিল ভাস্কো দা গামা। চেষ্টা করেও থামাতে পারছিল না সান্তোস।


প্রথমার্ধের ১৮ মিনিটে লুকাস পিতোর গোলে ১-০ তে এগিয়ে যায় ভাস্কো দা গামা। প্রথমার্ধের খেলায় গোল ওই একটাই। ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় ভাস্কো। 


দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফিরলে যেন সান্তোসকে চেপে ধরে প্রতিপক্ষ। একের পর এক আক্রমণে দিশেহারা করে তোলে ঐতিহ্যবাহী ক্লাবটিকে। জোড়া গোল করেন ফিলিপ কুতিনহো। ৫৪ ও ৬২ মিনিটে তার করা দুই গোলে ব্যবধান হয় তখন ৪-০।


দ্বিতীয়ার্ধের গোলের শুরুটা করেছিলেন ডেভিড কোরেয়া। তাকে অনুসরণ করে কুতিনহো গোল করেন দুটি। ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রায়ান এবং ৬৮ মিনিটে গোল করেন দানিলো নেভেস। ফলে স্কোরলাইন দাঁড়ায় হাফ ডজন ৬-০।


এটি নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় পরাজয়। এর আগে নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় হার ছিল ৪–০ গোলের। ২০১১ সালে সান্তোসে খেলার সময় বার্সেলোনার বিপক্ষে (ক্লাব বিশ্বকাপের ম্যাচ) এবং ২০১৭ সালে বার্সেলোনায় খেলার সময় পিএসজির বিপক্ষে (চ্যাম্পিয়নস লিগে) এমন হারের স্বাদ পেয়েছিলেন তিনি।


ম্যাচ শেষে কথা বলতে গিয়ে ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েন নেইমার। কান্নাভেজা কণ্ঠে নেইমার বলেন, ‘আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্সে পুরোপুরি হতাশ। সমর্থকদের প্রতিবাদের পূর্ণ অধিকার আছে, অবশ্যই কোনো ধরনের সহিংসতা ছাড়া। তারা গালি দিক, সমালোচনা করুক—তারা ঠিকই আছে। এটা চরম লজ্জার অনুভূতি। জীবনে কখনো এমন হয়নি। দুর্ভাগ্যজনকভাবে এবার হলো। কান্না ছিল রাগ থেকে, সবকিছু মিলিয়ে। দুর্ভাগ্যবশত আমি সব দিক সামলাতে পারছি না। পুরো ব্যাপারটাই বাজে ছিল, এটাই বাস্তবতা।’


এই লজ্জাজনক হারের পরপরই সান্তোস প্রধান কোচ ক্লেবার জ্যাভিয়েরকে বিদায় জানিয়েছে। এ জয়ে ভাস্কো দা গামা অবনমন অঞ্চলের বাইরে চলে এসেছে। তারা এখন ১৫তম স্থানে থাকা সান্তোসের থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে। আর নেইমারের সান্তোস এখন আরও গভীর সংকটে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে