আগামীকাল ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ৩০তম কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ উৎসবে ১৮০টি সিনেমা দেখানো হবে। কিন্তু উৎসবটিতে বাংলাদেশের কোনো সিনেমা প্রদর্শিত হবে না।
রাজনৈতিক অবস্থা ও ভিসা জটিলতার কারণেই এবার বাংলাদেশের কোনো সিনেমা দেখানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন উৎসবের চেয়ারম্যান জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।
উৎসবের শুরুটা হবে তপন সিংহকে শ্রদ্ধা জানিয়ে, তার ছবি ‘গল্প হলেও সত্যি’ দেখিয়ে। এবার প্রতিযোগিতা বিভাগে ২ হাজার ৪৫৯টি ছবির মনোনয়ন জমা পড়েছে। ৩০টি শর্টফিল্ম, তথ্যচিত্রসহ ৪২টি পূর্ণদৈর্ঘ্যের ফিচার ছবি মনোনীত হয়েছে এবার। এ ছাড়া এমন ১০৩টি ছবি দেখানো হবে, যা কোনো প্রতিযোগিতায় অংশ নেয়নি। কলকাতার ২০টি জায়গায় ১৭৫টি হলে সিনেমাগুলো দেখানো হবে। উৎসবের পর্দা নামবে আগামী ১১ ডিসেম্বর কলকাতার রবীন্দ্র সদনে।
২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যৌথভাবে সেরা সিনেমা নির্বাচিত হয়েছিল মুহাম্মদ কাইউমের বাংলাদেশি সিনেমা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। এর আগে ২৬তম কেআইএফএফে এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক) পুরস্কার পেয়েছিল রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনা জলের কাব্য’। গত বছর এই উৎসবে বাংলাদেশের তিনটি সিনেমা প্রদর্শিত হয়েছিল।