ঢাকা | বঙ্গাব্দ

লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের হামলা

লেবাননে নিহত অন্তত ৩০
  • আপলোড তারিখঃ 31-10-2024 ইং
লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের হামলা ছবির ক্যাপশন: সংগৃহীত

লেবাননের পূর্বাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। কর্মকর্তাদের মতে, পূর্ব লেবাননে বুধবার (৩০ অক্টোবর) ইসরায়েলের তিনটি হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।


বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।


স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বালবেক জেলার বেদনায়েলে একটি আবাসিক বাড়িতে বিমান হামলার পর প্রাথমিক মূল্যায়নে আটজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

এছাড়া পশ্চিম বেকা জেলার সোহমোর শহরে ধারাবাহিক ইসরায়েলি বিমান হামলার ফলে ১১ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন।


লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি পরে জানিয়েছে, বালবেকের বেইট সালিবি শহরে একটি আবাসিক এলাকা লক্ষ্য করে চালানো বিমান হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।


মূলত গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?