ঢাকা | বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী আন্দোলনের ভাইরাল কন্যার মিউজিক ভিডিও প্রকাশ্যে

বাঘিনী কন্যা ফারজানা সিঁথি
  • আপলোড তারিখঃ 09-12-2024 ইং
বৈষম্যবিরোধী আন্দোলনের ভাইরাল কন্যার মিউজিক ভিডিও প্রকাশ্যে ছবির ক্যাপশন: ফারজানা সিঁথি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন ফারজানা সিঁথি। পরে ভিডিও বার্তায় সেনা কর্মকর্তার সঙ্গে ঘটে যাওয়া আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। কিছুদিন আগে সেই সিঁথিকে গানের মডেল বানানোর ঘোষণা দিয়ে আলোচনার জন্ম দেন সংগীতশিল্পী আসিফ আকবর। এবার প্রকাশ্যে এলো সিঁথির সেই মিউজিক ভিডিও।


কয়েক দিন আগে আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘ইচ্ছেরা’ শিরোনামের গানটি। ‘ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা/ মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা’— এমন কথার গানটি রচনা করেছেন বূদ্ধাদিত‍্য মুখার্জি ও শাদাব আখতার। সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজীব ও মোনা। দ্বৈত কণ্ঠের এই গানে আসিফের সঙ্গে গেয়েছেন ভারতের নিকিতা গান্ধী। এতে মডেল হয়েছেন ফারজানা সিঁথি; তার বিপরীতে মডেল হয়েছেন গায়ক শেখ সাদি।


মডেল সিঁথিকে দেখে প্রশংসা করছেন নেটিজেনরা। রাকিব নামে একজন লেখেন, “ফারজানা সিঁথী ২৪-এর গণ-অভ্যুত্থানের একজন সৈনিক। ভালোবাসা অবিরাম আপু।” সাজেদুল ইসলাম লেখেন, “ শুধু ফারজানা সিঁথির জন্য দেখতে আসলাম, ভালো হয়েছে।” অনেকেই আসিফের গায়কির প্রশংসা করছেন। একজন লেখেন, “গানটার মধ্যে পুরোনো আসিফের একটা ফ্লেভার পাচ্ছি।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?