সিরাজগঞ্জে ১০৫ কেজি গাঁজাসহ এক মাদককারবারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে র্যাব-১২ সদস্যরা সিরাজগঞ্জ সদর থানার পঞ্চসারটিয়া সাকিনস্থ পঞ্চসারটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে প্রাইভেটকার ও গাজাসহ মাদককারবারীকে আটক করেন।আটক মাদক ব্যবসায়ী নুরুজ্জামান কমল নারায়নগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানার সানারপাড় এলাকার মৃত নুর হোসেনের ছেলে।
র্যাব-১২’র কোম্পানী কমান্ডার দীপংকর ঘোষ সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার ভোররাতে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্ট চলাকালে সদর থানাধীন পঞ্চসারটিয়া সাকিনস্থ পঞ্চসারটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর একটি প্রাইভেট কার আটক করেন।
এ সময় কারটি তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় রাখা প্রাইভেট কারের ব্যাক ডালার নীচে মালামাল রাখার জায়গায় খাকি কসটেপ ও পলিথিন দিয়ে মোড়ানো ১০৫ কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার ও মাদক ব্যবসায়ী নুরুজ্জামান কমলকে আটক করা হয়। আটক কমলের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো ৫টি মাদক মামলা রয়েছে।
তিনি আরো জানান, আটক কমলসহ উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত কারটি সদর থানায় হস্তান্তরপুর্বক মামলা দায়ের করা হয়েছে।