ঢাকা | বঙ্গাব্দ

চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে আত্মগোপনে আ.লীগের কেন্দ্রীয় নেতা

  • আপলোড তারিখঃ 13-12-2024 ইং
চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে আত্মগোপনে আ.লীগের কেন্দ্রীয় নেতা ছবির ক্যাপশন: মিসবাহ উদ্দিন সিরাজ- ফাইল ছবি

শুক্রবার বিকেলে সিলেট নগরীর সুবহানি ঘাটে আল-হারামাইন হাসপাতাল থেকে তিনি উধাও হয়ে যান। তার বিরুদ্ধে হত্যাসহ বিস্ফোরক দ্রব্য আইনের মামলা রয়েছে।



জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে মিসবাহ উদ্দিন সিরাজ সুবিদ বাজার এলাকা থেকে সিএনজিযোগে ধোপা দিঘীরপাড় এলাকায় যাওয়ার পথে দুবৃর্ত্তদের হামলার শিকার হন। এতে তার হাঁটু ফেটে যায়। পরে আল-হারামাইন হাসপাতাল ভর্তি হন। সেখানে চিকিৎসক তার পায়ের হাঁটুতে তিনটি সেলাই দেন। পরবর্তীতে তিনি হাসপাতালের ছাড়পত্র নিয়ে আত্মগোপনে চলে যান।



উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি আত্মগোপনে থেকে লোক চক্ষুর আড়ালে চলে যান। তার নামে সিলেট নগরীর বিভিন্ন থানায় একাধিক ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার হত্যাসহ বিস্ফোরক দ্রব্য আইনের মামলা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে