ঢাকা | বঙ্গাব্দ

জুলাই যোদ্ধাদের চাকরিতে কোটা থাকছে না : মুক্তিযুদ্ধ উপদেষ্টা

  • আপলোড তারিখঃ 22-07-2025 ইং
জুলাই যোদ্ধাদের চাকরিতে কোটা থাকছে না : মুক্তিযুদ্ধ উপদেষ্টা ছবির ক্যাপশন: সংগৃহীত

অনলাইন ডেস্ক:



মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, ৫ আগস্ট শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারদের পুনর্বাসনের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নানা ধরনের কর্মসূচি আছে। কিন্তু এর মধ্যে সরকারি চাকরিতে কোটার কোনো বিষয় নেই।



সোমবার (২১ জুলাই) দুপুরে সচিবালয়ে জুলাই শহীদ পরিবারের জন্য গৃহীত পদক্ষেপ নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।



ফারুক ই আজম বলেন, জুলাই অভ্যুত্থানের প্রত্যেক শহীদ পরিবারকে সঞ্চয়পত্র আকারে ৩০ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ৭৭২ শহীদ পরিবারের প্রত্যেককে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র আকারে ৭৭ কোটি ২০ লাখ টাকা প্রদান করা হয়েছে।



উপদেষ্টা বলেন, ‘ক’ শ্রেণির জুলাই যোদ্ধারা পাবেন ৫ লাখ টাকা৷ যার মধ্যে দুই লাখ টাকা করে প্রদান করা হয়েছে৷ ‘খ’ শ্রেণির জুলাই যোদ্ধারা এককালীন পাবেন ৩ লাখ টাকা৷ এর মধ্যে ১ লাখ টাকা করে প্রদান করা হয়েছে৷ ‘গ’ শ্রেণির জুলাই যোদ্ধাদের এককালীন প্রদান করা হবে ১ লাখ টাকা৷ এর মধ্যে ১ লাখ টাকা করে প্রদান করা হয়েছে৷ এ ছাড়া প্রত্যেক শহীদ পরিবার ২০ হাজার টাকা মাসিক ভাতা পাবেন।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে