শ্রীনগনর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে আটপাড়ায় বসতবাড়ী নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের বিরুদ্ধে ঘর ভেঙ্গে ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব আটপাড়া এলাকায় এ ভাইয়ের বিরুদ্ধে ঘর ভেঙ্গে ফেলার অভিযোগ উঠে।
ভুক্তভোগী জাকির হোসেন এর অভিযোগে জানা যায়, নিজের পৈত্রিক বসতবাড়ী নিয়ে দ্বন্দ্বে তার ভাই মোশারফ হোসেন রতন ও তার দুই ছেলে সিয়াম এবং জিম মৃধা গং জোড় পূর্বক ভুক্তভোগীর উত্তর ভিটিতে থাকা দুইটি টিনের ঘর ভেঙ্গে ফেলে ক্ষতি সাধন করে। এতে ঘরের থাকা প্রায় কয়েক লক্ষ টাকার মালামালের ক্ষতি হয় বলে ভুক্তভোগী জানান।
এসময় ভুক্তভোগীর স্ত্রী বাধা নিষেধ করলে তাকে নানা প্রকার ভয়ভীতি প্রদর্শন করেন রতন গং। ভুক্ত ভোগী নিজে বাদী হয়ে মোশাররফ হোসেন রতন ও দুই ছেলে সিয়াম এবং জিম দের বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এব্যাপারে অভিযুক্ত মোশারফ হোসেন রতন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ছোট বোন শেফালীর কাছ থেকে জমি ক্রয় করেছি। আমি ঐখানে মাপযোপ করে জমি পাই। অনেকবার জাকিরকে আমার জায়গায় থাকা ঘর সরিতে নিতে বলেছি। সে না নেয়ায় আমি ঘর ভেঙ্গে আমার জায়গা অবমুক্ত করেছি।
স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন সাগর বলেন, শুনছি মোশারফ হোসেন রতন তার ভাই জাকির ঐখানে কিছু জমি পাবে। তাই সে তার জমিতে থাকা জাকিরের ঘর তার ভেঙ্গে জায়গা অবমুক্ত করেছে।
এব্যাপারে শ্রীনগর থানার এস আই কাদির এর নিকট জানতে চাইলে তিনি বলেন, এরা ২ দিনের সময় নিয়েছে নিজেরা বসিয়া সমাধান করবে ।