অনলাইন ডেস্ক
বিনোদন অঙ্গনের পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। টেলিভিশনের দর্শকরা তাকে চেনেন সাবলীল অভিনয়, প্রাণবন্ত মডেলিং আর অসংখ্য বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। দীর্ঘদিন ধরে নাটক ও সিনেমার মাধ্যমে তিনি গড়ে তুলেছেন নিজের আলাদা পরিচয়। তবে এবার ক্যারিয়ারের মোড় ঘোরাতে যাচ্ছেন এই অভিনেত্রী। একান্ত এক সাক্ষাৎকারে তানিয়া বৃষ্টি জানালেন, শিগগিরই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন। কারণ একটাই: সংসার আর ব্যক্তিগত জীবনে স্থিতি।
তানিয়া বৃষ্টির শোবিজে যাত্রা শুরু হয় মডেলিং দিয়ে। তার পর নাটক, টেলিছবি, বিজ্ঞাপন এবং চলচ্চিত্রে একে একে জায়গা করে নেন। ‘প্রেম প্রেম খেলা খেলা’, ‘সীমানা’, ‘বেইলি রোড’সহ একাধিক নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি ছিলেন নিয়মিত ও জনপ্রিয়। তার উপস্থিতি যেমন পর্দায়, তেমনি বিজ্ঞাপনের জগতে—যেখানে তার চেহারা এবং কণ্ঠস্বর তরুণ প্রজন্মের কাছে ভীষণ পরিচিত।
সম্প্রতি একটি নাটকের সেটে গণমাধ্যমের প্রশ্নের উত্তরে তানিয়া স্পষ্ট বলেন, সংসার জীবন ও ক্যারিয়ার একসঙ্গে সামলানো খুব কঠিন। তাই যখনই বিয়ে করব, অভিনয় ছেড়ে দেব। পরিবার ও জীবনসঙ্গীকেই তখন সবচেয়ে বেশি সময় দিতে চাই।
এই বক্তব্য অনেক ভক্ত ও সহকর্মীকেই চমকে দিয়েছে। কারণ তার ক্যারিয়ার এখনো সুদৃঢ় এবং সামনে আরও অনেক সম্ভাবনা রয়েছে। তবে তানিয়ার কাছে ‘মানসিক শান্তি’ ও ‘পারিবারিক স্থিরতা’ই এখন মূল প্রাধান্য পাচ্ছে।
তানিয়া জানান, আগামী পাঁচ বছর তিনি যতটুকু সম্ভব কাজ চালিয়ে যেতে চান। এরপর তিনি বিয়ে করে সংসারে মনোযোগ দেবেন এবং দেশের বাইরে স্থায়ীভাবে বসবাস করতে চান।