ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় দলের আরও এক ফুটবলার ভুটানের ক্লাবে নাম লিখিয়েছেন

  • আপলোড তারিখঃ 08-08-2025 ইং
জাতীয় দলের আরও এক ফুটবলার ভুটানের ক্লাবে নাম লিখিয়েছেন ছবির ক্যাপশন: সংগৃহীত

জাতীয় দলের আরও এক ফুটবলার ভুটানের ক্লাবে নাম লিখিয়েছেন। তিনি শাহেদা আক্তার রিপা। এই ফরোয়ার্ড রয়েল থিম্পু কলেজ ফুটবল ক্লাবের হয়ে এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলবেন। 


শুক্রবার (৮ আগস্ট) ঢাকা থেকে ভুটানে পাড়ি জমিয়েছেন তিনি।


সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, কৃষ্ণা রানী সরকারসহ জাতীয় দলের একঝাঁক ফুটবলার এই মুহূর্তে ভুটানের নারী লিগে বিভিন্ন দলের হয়ে খেলছেন। রিপাকে দিয়ে ভুটানের ক্লাবে নাম লেখানো বাংলাদেশি ফুটবলারের সংখ্যা এখন ১৩।


তবে রিপা শুধু এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপেই খেলবেন। কারণ তাকে শুধু এই আসরের জন্যই দলে ভিড়িয়েছেন ক্লাবটি। এর আগে এই ক্লাবে যোগ দিয়েছেন বাংলাদেশের আরও দুজন- তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। তারা ভুটানের নারী লিগেও খেলছেন।


রিপা এই প্রথম বিদেশের কোনো ক্লাবে খেলার সুযোগ পেলেন। বিষয়টিকে একটি স্বপ্ন পূরণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। 


ভুটান থেকে খবরের কাগজকে তিনি বলেন, ‘সব ফুটবলারেরই তো ইচ্ছা থাকে বিদেশের লিগে খেলার। আমারও সেই স্বপ্ন ছিল। সেই অর্থে এটা অবশ্যই একটি স্বপ্ন পূরণ।’


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে