সিরাজগঞ্জ প্রতিনিধ:
রবিবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার সোনতোলা ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে নেমে রাজিব (১৭) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছেন। নিখোঁজ রাজিব সলপ ইউনিয়নের সোনতোলা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে রাজিব তার তিন বন্ধুকে নিয়ে করতোয়া নদীতে গোসল করতে নামে। এ সময় নদীতে প্রবল স্রোত থাকায় রাজিব তলিয়ে যেতে থাকে। তার তিন বন্ধু সাঁতার কেটে নিরাপদে পাড়ে উঠতে পারলেও রাজিব সাঁতার না জানায় স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায়।
স্থানীয়রা ঘটনার পরপরই দ্রুত নদীতে নেমে খোঁজ শুরু করেন এবং খবর দেন উল্লাপাড়া ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপী অনুসন্ধান চালান, কিন্তু রাজিবকে খুঁজে পাননি।
বিকেল ৫টার দিকে রাজশাহী থেকে বিশেষজ্ঞ ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত রাজিবের সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় রাজিবের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোক ও উৎকণ্ঠা নেমে এসেছে। অনেকে ঘটনাস্থলে ভিড় করে উদ্ধার অভিযানের অগ্রগতি দেখছেন। স্থানীয়দের মতে, করতোয়া নদীতে বর্ষার মৌসুমে স্রোত বেড়ে যাওয়ায় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকে।