ঢাকা | বঙ্গাব্দ

উল্লাপাড়ায় স্কুল ছাত্রকে অপহরণের চেষ্টা!

  • আপলোড তারিখঃ 11-08-2025 ইং
উল্লাপাড়ায় স্কুল ছাত্রকে অপহরণের চেষ্টা! ছবির ক্যাপশন: সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধ


সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্চেন্টস স্কুলের ভোকেশনাল শাখার নবম শ্রেণির ছাত্র মীর সাফায়ত রেজা সানিমকে অপহরণের চেষ্টা করেছে স্থানীয় একদল সন্ত্রাসী। ঘটনাটি ঘটে শুক্রবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে উল্লাপাড়া রেলস্টেশন এলাকায়।


এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. রেজাউল করিম নয়ন ছেলের নিরাপত্তা ও অপরাধীদের শাস্তির দাবিতে শনিবার সকালে উল্লাপাড়া মডেল থানা ও উল্লাপাড়া সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।


অভিযোগে উল্লেখ করা হয়েছে, ওইদিন রাত ১০টার দিকে কলম কিনে বাড়ি ফেরার পথে স্থানীয় তিন সন্ত্রাসী পুলিশ পরিচয় দিয়ে সানিমকে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তার পকেটে নেশাজাতীয় দ্রব্য ঢুকিয়ে টাকা দাবি করে। টাকা না পেয়ে তাকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে। পরে তারা সানিমকে তার বাবাকে ফোন করে টাকা চাইতে বলে, কিন্তু সানিম রাজি না হওয়ায় সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।


এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। যাওয়ার আগে তারা হুমকি দিয়ে বলে“আজকে লোকজন আসায় বেঁচে গেছিস, আবার সুযোগ পেলে তোকে অপহরণ করে মুক্তিপণ আদায় করব।”


অভিযোগে আরও বলা হয়েছে, স্থানীয়দের সহায়তায় একজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তিনি হলেন মো. হৃদয় হোসেন আকাশ, পিতা মো. রফিকুল ইসলাম, গ্রাম মন্ডলজানী। তিনি একাধিক মামলার আসামি এবং গত ৭ আগস্ট জামিনে মুক্তি পেয়েছেন। বাকি দুই সন্ত্রাসীকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।


ভুক্তভোগীর বাবা লিখিত অভিযোগে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও তার ছেলেসহ এলাকার শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানিয়েছেন।


এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে, এবং স্থানীয়রা মনে করছেন অপরাধীরা দ্রুত ধরা না পড়লে ভবিষ্যতে আরও বড় ঘটনা ঘটতে পারে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে