ঢাকা | বঙ্গাব্দ

লিওনেল মেসির বহু প্রতীক্ষিত ভারত সফরের চূড়ান্ত অনুমোদন

  • আপলোড তারিখঃ 15-08-2025 ইং
লিওনেল মেসির বহু প্রতীক্ষিত ভারত সফরের চূড়ান্ত অনুমোদন ছবির ক্যাপশন: সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির বহু প্রতীক্ষিত ভারত সফরের চূড়ান্ত অনুমোদন মিলেছে। যে ট্যুরকে বলা হচ্ছে, ‘GOAT Tour of India 2025’। ইংরিজেতে গোটের পূর্ণ রূপ, গ্রেটেস্ট অব অল টাইম।



আগামী ১২ ডিসেম্বর কলকাতা থেকে শুরু হবে মেসির ভারত সফর। এরপর যাবেন আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লি। সফর শেষ হবে ১৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের মাধ্যমে। ভারতীয় গণমাধ্যম ‘দি হিন্দু’ জানিয়েছে এমন তথ্য। 


২০১১ সালের পর এটাই মেসির প্রথম ভারত সফর। আয়োজক সতদ্রু দত্ত জানান, ১৩ ডিসেম্বর সকালে তাজ বেঙ্গলে অনুষ্ঠিত হবে মিট-অ্যান্ড-গ্রীট ও বিশেষ আর্জেন্টাইন-আসাম চা উৎসব। দিনের প্রধান আকর্ষণ মেসির ভাস্কর্য উন্মোচন, ‘গোট কনসার্ট’ ও ‘গোট কাপ’ সাত-এ-সাইড ম্যাচ। যেখানে মেসির সঙ্গে থাকবেন সৌরভ গাঙ্গুলি, লিয়েন্ডার পেজ, জন আব্রাহাম ও বাইচুং ভুটিয়া।



কলকাতার পর মেসি ১৩ ডিসেম্বর সন্ধ্যায় আহমেদাবাদে আদানি ফাউন্ডেশনের এক ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দেবেন। ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে হবে মিট-অ্যান্ড-গ্রীট, ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘গোট কনসার্ট’ ও প্যাডেল ম্যাচে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে শাহরুখ খান, লিয়েন্ডার পেজ ও অন্যান্য তারকাদের সঙ্গে।


১৫ ডিসেম্বর দিল্লিতে ফিরোজ শাহ কোটলায় শেষ ‘গোট কনসার্ট’ ও ‘গোট কাপ’-এ অংশ নেওয়ার আগে মেসি সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে। আয়োজকদের প্রত্যাশা, প্রতিটি শহরে দর্শক-উন্মাদনায় ভরে উঠবে মেসির এই ঐতিহাসিক সফর।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে