সিরাজগঞ্জ প্রতিনিধি
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন (৩৮)কে দুর্বৃত্তরা কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। নিহত তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পেশাদার সাংবাদিকতা করছিলেন এবং নির্ভীক সংবাদ উপস্থাপনের জন্য সহকর্মীদের কাছে প্রশংসিত ছিলেন।
এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (১১ আগস্ট) সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, “একজন পেশাদার সাংবাদিককে এভাবে দিনের পর দিন হত্যার ঘটনা ঘটছে, অথচ বিচার পায় না পরিবার। আমরা অবিলম্বে তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
বক্তারা এসময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এবং সাংবাদিক হত্যা বন্ধে কঠোর আইন প্রয়োগের দাবি তোলেন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নিহত তুহিনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।