ঢাকা | বঙ্গাব্দ

ভালো নেই পরীমণি, তীব্র শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন!

  • আপলোড তারিখঃ 18-08-2025 ইং
ভালো নেই পরীমণি, তীব্র শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন! ছবির ক্যাপশন: সংগৃহীত

চলতি মাসের ১০ তারিখ ছিল পরীমণির ছেলে পদ্মর জন্মদিন। এরপর থেকেই ফেসবুকে অভিনেত্রী অসুস্থতার খবর দিচ্ছেন একের পর এক। প্রথমে ছেলে পদ্ম জ্বরে ভুগছিল। এরপর পরীমণি জ্বরে আক্রান্ত হন। এবার তিনি জানালেন তার বাসার সবাই অসুস্থ।


সোমবার (১৮ আগস্ট) পরীমণি তার ফেসবুকে লিখেছেন, ‘বাসার সবার জ্বর!’এর আগে রবিবার (১৭ আগস্ট) সকালে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে হাসপাতালে যান পরী। সঙ্গে নেন তার ছেলেকেও। চিকিৎসক তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।


নিজের ভেরিফাইড ফেসবুকে ছেলের অসুস্থতার কথা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। ছেলের অসুস্থতার একটি ছবি পোস্ট করে বলেছিলেন, ১০২ ডিগ্রি জ্বরে ভুগছে পদ্ম। ভক্তদের ছেলের অসুস্থতার কথা জানালেও নিজের অসুস্থতা জানাননি তিনি।


সূত্রে জানা যায়, ভালো নেই পরীমণিও। তীব্র শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। স্বাভাবিক প্রক্রিয়ায় শ্বাস নিতে পারছেন না। নেবুলাইজের মাধ্যমে শ্বাস নিচ্ছেন। প্রচণ্ড জ্বরেও ভুগছেন। শরীরে তীব্র ব্যথা।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে