ঢাকা | বঙ্গাব্দ

তারেক রহমান ও খালেদা জিয়াকে ধন্যবাদ শামা ওবায়েদের

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার
  • আপলোড তারিখঃ 11-11-2024 ইং
তারেক রহমান ও খালেদা জিয়াকে ধন্যবাদ শামা ওবায়েদের ছবির ক্যাপশন: সংগৃহীত

দলীয় পদ ফিরিয়ে দেওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। রবিবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে কালের কণ্ঠের মাধ্যমে এ ধন্যবাদ জানান তিনি। শামা ওবায়েদ ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

এর আগে রবিবার বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ আগস্ট ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। নির্দেশক্রমে আপনার সব পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। তবে উল্লিখিত ঘটনার মতো কোন সহিংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য আপনাকে কঠোরভাবে সতর্ক করা হলো।


আপনি এখন থেকে দলের নীতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন বলে দল আশা রাখি।

২১ আগস্ট নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের সমর্থকদের সংঘর্ষে কৃষকদল নেতা কবির ভূঁইয়া (৫০) নিহত হন। সহিংসতার এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সব দলীয় পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। 


পরে সংঘর্ষে নিহত কবির ভূইয়া হত্যা মামলায় হুকুমের আসামি করা হয় শামা ওবায়েদ ইসলাম রিংকুকে।


এ ছাড়া মামলায় সালথা-নগরকান্দা উপজেলা বিএনপির ৩৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৫০-৬০ জনকে আসামি করা হয়। ২৩ আগস্ট কবির ভূঁইয়ার স্ত্রী মোনজিলা বেগম বাদী হয়ে নগরকান্দা থানায় এ হত্যা মামলাটি করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?