ঢাকা | বঙ্গাব্দ

শাহরুখ খানের পরামর্শ এখনো অনুসরণ করেন, দীপিকা

  • আপলোড তারিখঃ 19-08-2025 ইং
শাহরুখ খানের পরামর্শ এখনো অনুসরণ করেন, দীপিকা ছবির ক্যাপশন: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২০০৭ সালে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ‘ওম শান্তি ওম’ সিনেমার মধ্য দিয়ে হিন্দি চলচ্চিত্রে অভিষেক করেন। বক্স অফিসে ছবিটির আকাশচুম্বী সফলতার পর তিনি বলিউডজুড়ে সাড়া ফেলে দেন। এর পর থেকেই ইন্ডাস্ট্রির ব্যস্ততম অভিনেত্রীতে পরিণত হন দীপিকা। বর্তমানে সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত বলিউড অভিনেত্রীদের মধ্যে অন্যতম রণবীর সিং-পত্মী।


দীর্ঘ দেড় যুগেরও লম্বা ক্যারিয়ারে এখনো কাজ দিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন দীপিকা। এতদিন ধরে এই সফলতা ধরে রাখার রহস্য কী? এই বাস্তবতাকে প্রতিফলিত করেই এক সাক্ষাৎকারে নিজের সফলতার রহস্যের জট খুলেছিলেন এ তারকা। দীপিকা জানান, ক্যারিয়ারের শুরুতে সহ-অভিনেতা শাহরুখ খান তাকে একটি পরামর্শ দিয়েছিলেন, যা তিনি এখনো অনুসরণ করেন।


শাহরুখ অভিনেত্রীকে বলেছিলেন, ‘সর্বদা এমন লোকদের সঙ্গে কাজ করো, যাদের সঙ্গে তুমি ভালো সময় কাটাতে পারো।’ বিশেষজ্ঞদের মতেও, এই পরামর্শ কর্মক্ষেত্রের বাস্তবতার সঙ্গে সরাসরি মিলে যায়, কারণ সহকর্মীদের সঙ্গে সম্পর্ক কর্মপ্রেরণা ও কর্মসন্তুষ্টিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে।


এ সম্পর্কে বিশেষজ্ঞদের মত, কর্মক্ষেত্রে বন্ধুত্ব শুধু ভালো লাগার বিষয় নয়। বরং এটি কর্মীদের মানসিক স্বাস্থ্য, সুস্থতা ও সৃজনশীলতার জন্যও অনেক কার্যকর একটি দিক। এগুলো কাজের চাপ কমায়, কাজে আনন্দ যোগ করে এবং অনেক সময় কর্মক্ষেত্রের বাইরেও দীর্ঘস্থায়ী সম্পর্কের শক্ত ভিত গড়ে দেয়।


উল্লেখ্য, বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ-দীপিকার ছবি মানেই বক্স অফিসে আয়ের ঝড়। ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সফলতার পর এবার ‘কিং’ ছবির মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন তারা। ছবিটি আগামী বছর মুক্তির কথা থাকলেও শাহরুখ হঠাৎ করে কাঁধে চোট পাওয়ায় এখন এর শুটিং বন্ধ রয়েছে। ফলে ধারণা করা হচ্ছে, ২০২৭ সালে মুক্তি পেতে পারে সিনেমাটি। 


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে