ঢাকা | বঙ্গাব্দ

সনাতন জাগরণ মঞ্চ প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিল

হিন্দু নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ ৮ দাবি
  • আপলোড তারিখঃ 03-11-2024 ইং
সনাতন জাগরণ মঞ্চ প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিল ছবির ক্যাপশন: সংগৃহীত

চট্টগ্রামে পতাকাকাণ্ডে হিন্দু নেতাদের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহিতার মামলা প্রত্যাহারসহ ৮ দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চ।


রবিবার (৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ফরিদা খানমের মাধ্যমে এ স্মারকলিপি দেয় সংগঠনটি।


স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চন্দনাইশ লোকনাথ রামঠাকুর সেবাশ্রমের অধ্যক্ষ অজপান্দ মহারাজ, সনাতনী সমাজ বাংলাদেশের সমন্বয়ক স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, বৈষম্যবিরোধী আন্দলন চট্টগ্রামের সমন্বয়ক জুয়েল আইচসহ অনেকে।  


এর আগে, নগরের নিউমার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে গেরুয়া পতাকা লাগিয়ে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে গত বুধবার সন্ধ্যায় দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং চট্টগ্রামের সনাতন জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্তসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করে সোমবার পর্যন্ত সময় বেঁধে দেয় সংগঠনটি।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?