আমি গাড়ি কেনার জন্য কয়েক বছর ধরে ব্যাংকে টাকা জমা করছিলাম। কিছুদিন আগে সেই মূল জমা টাকা তুলে গাড়ি কিনেছি। টাকাগুলো এতদিন ব্যাংকে থাকায় প্রায় দেড় লাখ টাকা সুদ এসেছে। আমার জানার বিষয়, এই দেড় লাখ টাকার কি জাকাত দিতে হবে?
ইসলামী শরিয়তের দৃষ্টিতে ব্যাংক থেকে প্রাপ্ত সুদের টাকা সম্পূর্ণ হারাম। আলেমদের সর্বসম্মত মতামত হলো, এই ধরনের হারাম অর্থ জাকাতের আওতায় পড়ে না। কারণ, জাকাত কেবল বৈধ ও হালাল সম্পদের ওপর ওয়াজিব হয়। সুতরাং, এই দেড় লাখ টাকা আপনাকে কোনো সওয়াবের নিয়ত ছাড়াই গরিব-দুঃখী ও অসহায়দের মাঝে সদকা করে দিতে হবে। এই টাকা নিজের কাজে লাগানো বা ভোগ করা জায়েজ নয়। এটি এক ধরনের পরিশুদ্ধি, যার মাধ্যমে আপনার সম্পদ হালাল থাকবে।
তথ্যসূত্র: জামেউর রুমূয (১/২৯৯), ফাতাওয়া বাযযাযিয়া (৪/৮৬), আননাহরুল ফায়েক (১/৪১৩) এবং হাশিয়াতুত তাহতাবি আলাদ্দুর (১/৪০৫)