সিরাজগঞ্জের তাড়াশের মাধাই নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। পরে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আসামি মো. জাহাঙ্গীর আলম তাড়াশ মাধাই নগর ইউনিয়নের সেরাজপুর গ্রামের মৃত সোলাইমান সরকারের ছেলে ও মাধাই নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
তাড়াশ থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, গত ৪ আগস্ট ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় মো. সাইফুল ইসলামের দায়ের করা একটি মামলায় মো. জাহাঙ্গীর আলমকে সোমবার গভীর রাতে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার তাকে কারাগারে প্রেরণ করা হয়।