ঢাকা | বঙ্গাব্দ

ব্রাজিলে এক্স ব্যবহার করলেই জরিমানা

  • আপলোড তারিখঃ 03-09-2024 ইং
ব্রাজিলে এক্স ব্যবহার করলেই জরিমানা ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ব্রাজিলে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) নিষিদ্ধ করা হয়েছে। এখন দেশটিতে কেউ যদি ভিপিএন ব্যবহার করে অ্যাপটিতে প্রবেশ করে, তাহলে তাকে বড় অঙ্কের জরিমানা গুণতে হবে। দেশটির সুপ্রিম কোর্টের এক বিচারপতি এ নির্দেশ দিয়েছেন।


বেঁধে দেয়া শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্ডার ডা মোরায়েস গত শুক্রবার (৩০ আগস্ট) তার দেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাকে ‘অবিলম্বে’ এক্স বন্ধের নির্দেশ দেন। সেই সঙ্গে গুগল ও অ্যাপলকে তাদের অ্যাপ স্টোর থেকে অ্যাপটি মুছে ফেলার নির্দেশনা দেয়া হয়।

 

বিচারপতি মোরায়েস হুঁশিয়ারি দেন, কেউ যদি এই নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে ভিপিএন ব্যবহার করে অ্যাপটি ব্যবহার চেষ্টা করে তাকে জরিমানা করা হবে। জানান, ভিপিএন ব্যবহারের জন্য প্রতিদিন ৫০ হাজার ব্রাজিলিয়ান রিয়াল তথা ৮ হাজার ৮৭৪ ডলার জরিমানা করা হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ৬২ হাজার টাকার সমান।

 

‘মিথ্যা ও বিকৃত তথ্য’ ছড়ানোর অভিযোগে চলতি বছরের এপ্রিলে ইলন মাস্কের কাছে এক্সের কিছু অ্যাকাউন্ট ব্লক করার দাবি জানান বিচারপতি মোরায়েস। 

 

অ্যাকাউন্টগুলোর বেশিরভাগই ছিল সাবেক প্রেসিডেন্ট ডানপন্থি নেতা জেইর বোলসোনারোর অনুসারীদের। তাদের অনেকের দাবি, ২০২২ সালের নির্বাচনে বোলসোনারোই জিতেছিলেন।

 

এছাড়া ব্রাজিলে এক্সের একজন আইনি প্রতিনিধি রাখারও দাবি জানান বিচারপতি। এক্সকে নতুন প্রতিনিধির নাম জানানোর জন্য বৃহস্পতিবার (২৯ আগস্ট) পর্যন্ত সময় দেন এবং স্পষ্ট জানিয়ে দেন, নির্দেশ পালন না করলে ব্রাজিলে এক্স বন্ধ করে দেয়া হবে।

 

কিন্তু প্ল্যাটফর্মের মালিক ইলন মাস্ক এসব দাবি প্রত্যাখ্যান করেন। আর এ কারণেই লাতিন আমেরিকার দেশটিতে এক্সের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

 

শুক্রবার বিচারপতি মোরায়েস তার রায়ে বলেন, যতক্ষণ পর্যন্ত এক্স আদালতের সব আদেশ মেনে চলবে এবং জরিমানা প্রদান না করবে, ততক্ষণ পর্যন্ত প্ল্যাটফর্মটির কার্যক্রম সম্পূর্ণ স্থগিত থাকবে।

  

ব্রাজিলের আইন অনুযায়ী, সব প্রযুক্তি সংস্থাকে দেশটিতে একজন প্রতিনিধি রাখতে হয়, যিনি দেশটিতে আইনগত বিষয়গুলো দেখভাল করবেন। কিন্তু চলতি মাসে এক্স তাদের ব্রাজিলিয়ান আইনি প্রতিনিধিকে সরিয়ে নেয়। তাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের বিচারপতি মোরায়েস ওই প্রতিনিধিকে গ্রেফতারের হুমকি দিয়েছিলেন।

 

এই রায়ের প্রতিক্রিয়ায় এক্সের মালিক মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক বলেছেন, বিচারপতি মোরায়েস ‘স্বেচ্ছাচারী ও স্বৈরাচারী’ আচরণ করছেন। এক্সের একটি পোস্টে মাস্ক মোরায়েসকে ‘বিচারপতির ছদ্মবেশে এক জঘন্য অপরাধী’ বলে উল্লেখ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?