ঢাকা | বঙ্গাব্দ

ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

  • আপলোড তারিখঃ 05-12-2024 ইং
ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস: সংগৃহীত

ধর্মীয় নেতাদের সঙ্গে দেশের চলমান নানা ইস্যু নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল চারটায় রাজধানীর হেয়ার রোড়ে ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।


প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সংবাদ জানান, দেশের চলমান নানা ইস্যুতে সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা আজ ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন।


এর আগে বুধবার (৪ ডিসেম্বর) দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐকোর ডাক দেন প্রধান উপদেষ্টা।


প্রধান উপদেষ্টা বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে যারা পছন্দ করেনি, তারা এই অভ্যুত্থানকে মুছে দিতে চায়। তারা বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি এই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে একজোট হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।’ সূত্র: বাসস


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে