ঢাকা | বঙ্গাব্দ

ভূঞাপুরে ছাত্রদের ওপর ট্রাকশ্রমিকদের হামলা, সড়ক অবরোধ

  • আপলোড তারিখঃ 09-09-2024 ইং
ভূঞাপুরে ছাত্রদের ওপর ট্রাকশ্রমিকদের হামলা, সড়ক অবরোধ ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে ছাত্রীদের অশ্লীল ভাষায় মন্তব্য করার প্রতিবাদ করায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর ট্রাকশ্রমিকরা হামলা চালিয়েছেন। এতে আসামাউল নামে এক ছাত্র আহত হয়েছেন।


সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন শেষ করে যাওয়ার পথে ট্রাক স্টেশনে এ ঘটনা ঘটে।


ছাত্রীদের অশ্লীল ভাষায় মন্তব্য করলে ছাত্রদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অতর্কিত হামলা চালান শ্রমিকরা। এ সময় ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আসমাউল নামে এক ছাত্র গুরুতর আহত হন। তাকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্ররা ভূঞাপুর-ঢাকা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।


এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ, ভূঞাপুর থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন, দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যরা।


তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?