ঢাকা | বঙ্গাব্দ

এনায়েতপুর থানা লুট, পুকুর সেচে মিলল অস্ত্র

  • আপলোড তারিখঃ 19-09-2024 ইং
এনায়েতপুর থানা লুট, পুকুর সেচে মিলল অস্ত্র ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে থানা থেকে লুট হওয়া অস্ত্র দুটি উদ্ধার করা হয়েছে। টানা দু’দিন পুকুরের পানি সেচে তলদেশ থেকে আজ বৃহস্পতিবার দুপুরে অস্ত্র দু’টি উদ্ধার করা হয়।


যৌথবাহিনীর উদ্যোগে উদ্ধার হওয়া ওই অস্ত্র দু’টির একটি চাইনিজ রাইফেল, অন্যটি শটগান। এছাড়াও পানি সেচে একটি গ্যাস সেল, একটি ওয়ারলেস ও দুই রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অস্ত্রগুলো লুট করার পর দুর্বৃত্তরা পুকুরে ফেলে দেয়।


সিরাজগঞ্জের সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল নাহিদ-আল-আমীন জানান, ‘যৌথ বাহিনীর উদ্যোগে এনায়েতপুর থানা সংলগ্ন পুকুর সেচে দু’টি অস্ত্র, একটি ওয়ারলেস ও দুই রাউন্ড গুলি উদ্ধার

করা হয়েছে।’


এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী জানান, ‘বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সাতটি অস্ত্র উদ্ধার করা হলেও এখনও ৯টি অস্ত্র এবং ৯’শ এগারটি বিভিন্ন ধরনের গোলাবারুদ লুটের তালিকায় রয়েছে। 


প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট এনায়েতপুর থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর করা হয়। এ সময় কমপক্ষে ১৬টি অস্ত্র সহস্রধিক গোলাবারুদ লুট করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?