ঢাকা | বঙ্গাব্দ

থাইল্যান্ডে ৮০ হাজার গোপন ছবি-ভিডিওসহ নারী গ্রেপ্তার, করতেন ব্লাকমেইল

  • আপলোড তারিখঃ 17-07-2025 ইং
থাইল্যান্ডে ৮০ হাজার গোপন ছবি-ভিডিওসহ নারী গ্রেপ্তার, করতেন ব্লাকমেইল ছবির ক্যাপশন: সংগৃহীত

অনলাইন ডেস্ক:


থাইল্যান্ডে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বৌদ্ধ সন্ন্যাসীদের (ভিক্ষু) সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে তাদের গোপন ছবি ও ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করতেন। পুলিশ জানিয়েছে, ‘মিস গল্ফ’ নামে পরিচিত ওই নারী অন্তত নয়জন ভিক্ষুর সঙ্গে যৌন সম্পর্ক করেন। গত তিন বছরে এভাবে তিনি প্রায় ৩৮৫ মিলিয়ন বাত (১২ মিলিয়ন ডলার) আদায় করেন।



তদন্তে দেখা গেছে, তিনি এসব সম্পর্কের ছবি ও ভিডিও সংরক্ষণ করতেন। অভিযানে তার বাসা থেকে ৮০ হাজারের বেশি ছবি ও ভিডিও উদ্ধার হয়েছে।




মামলার সূত্রপাত হয় চলতি বছরের জুনে। তখন ব্যাংককের একজন ভিক্ষু হঠাৎ সন্ন্যাস ত্যাগ করেন। পরে জানা যায়, ওই নারী তাকে গর্ভধারণের দাবি করে ৭ মিলিয়ন বাত চেয়েছিলেন।



পুলিশ জানায়, একই কৌশলে তিনি একাধিক ভিক্ষুর কাছ থেকে অর্থ আদায় করেন। এসব অর্থের একটি বড় অংশ অনলাইন জুয়ায় ব্যয় হয়েছে বলেও ধারণা করছেন তদন্তকারীরা।




ওই নারীর বিরুদ্ধে ব্ল্যাকমেইল, মানি লন্ডারিং ও চুরি করা সম্পদ গ্রহণের অভিযোগ আনা হয়েছে।



এ ঘটনায় ব্যাপক বিতর্কের মুখে পড়েছে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান। সঙ্ঘ সর্বোচ্চ পরিষদ তদন্ত কমিটি গঠন করেছে। সরকারও ভিক্ষুদের জন্য কঠোর শাস্তির বিধান আনতে যাচ্ছে।



দেশটিতে ৯০ শতাংশের বেশি মানুষ বৌদ্ধধর্মে বিশ্বাসী এবং ভিক্ষুদের অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখা হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে ভিক্ষুদের নানা অনিয়ম, যৌন কেলেঙ্কারি ও মাদক সংক্রান্ত অভিযোগে সঙ্ঘ প্রতিষ্ঠানকে ঘনঘন বিতর্কের মুখে পড়তে হচ্ছে।



সম্প্রতি থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ণ ৮১ জন ভিক্ষুকে দেওয়া রাজকীয় উপাধি বাতিল করেছেন। তিনি বলেছেন, এসব ঘটনা বৌদ্ধ ধর্মাবলম্বীদের মনে গভীর আঘাত দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে