ঢাকা | বঙ্গাব্দ

থেমে থেমে যানজট উত্তরের মহাসড়কে

  • আপলোড তারিখঃ 13-10-2024 ইং
থেমে থেমে যানজট উত্তরের মহাসড়কে ছবির ক্যাপশন: সংগৃহীত

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সাউথ এশিয়ান সাব রিজিওনাল কো-অপারেশনের (সাসেক) সংযোগ সড়ক প্রকল্প-২ এর আওতায় সংস্কার ও নির্মাণ কাজ চলমান আছে। এ কাজের জন্য প্রায়ই ঢাকা-রাজশাহী-রংপুর মহাসড়কে যানজট তৈরি হচ্ছে। রোববারও দুপুর থেকে বিকেল পর্যন্ত মহাসড়কে থেমে থেমে যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালক।


এদিকে, সিরাজগঞ্জের ঢাকা-রংপুর, ঢাকা-রাজশাহী ও বগুড়া-নগরবাড়ি মহাসড়কে দাপিয়ে চলছে তিন চাকার থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা। নির্মাণ কাজের পাশপাশি এসব গাড়ি চলাচলের কারণেও মহাসড়কে যানজট বাড়ছে।



জানা গেছে, সাম্প্রতিক বৃষ্টির কারণে হাটিকুমরুল হাইওয়ে থানা গোল চত্বরের দুই পাশে ঢাকা-রাজশাহী ও ঢাকা-রংপুর মহাসড়কে সম্প্রতি ছোটবড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। পাশাপাশি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রংপুর মহাসড়কে সাসেক সংযোগ সড়ক প্রকল্প-২’র কাজ এখনও শেষ হয়নি। বৃষ্টিতে সৃষ্ট খানাখন্দ ও মূল সম্প্রসারণ কাজের জন্য গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত যানবাহনের ধীরগতিতে বিপাকে পড়েন যাত্রীরা। এতে দুপুরের দিকে ঢাকা-রংপুর মহাসড়কে যানজট সৃষ্টি হয়। বঙ্গবন্ধু সেতু পশ্চিম-হাটিকুমরুল-টু-পাঁচলিয়া থেকে, নগরবাড়ি-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল থেকে ভুইয়াগঁতি অভিমুখে এবং ঢাকা-রাজশাহী মহড়েকের ৩-৪ কিলোমিটার অংশে থেমে থেমে যানজট দেখা যায়।


রংপুর-সিরাজগঞ্জগামী জেনিন সার্ভিসের সুপার ভাইজার বুলবুল হোসেন জানান, রংপুর থেকে সিরাজগঞ্জ আসার পথে বিকেলে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এক ঘণ্টা আটকে থাকতে হয়।



হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি জাকির হোসেন বলেন, দুপুরে যানজট হলেও কাজ শেষ হওয়ার পর সন্ধ্যার আগেই পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়।


বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি আনাররুল হক আনার বলেন, ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝাঐল এলাকায় সাসেক প্রকল্পের নির্মাণ কাজ চালু থাকায় দুটি লেনের একটি সরু হয়ে আছে। এতে প্রায়ই ধীরগতিতে যান চলাচল করে।


সাসেক সংযোগ সড়ক প্রকল্পের পরিচালক সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. ওয়লিউর রহমান জানান, সিরাজগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের পাঁচিলা থেকে নলকা পর্যন্ত উত্তর লেনে কিছু অংশে কাজ বাকি আছে। পাশপাশি বৃষ্টির কারণে বেশ কিছু অংশে খানাখন্দ হয়েছে। সেসব সস্থানে সংস্কার-সম্প্রসারণ কাজের জন্য থেমে থেমে যানজট ও ধীরগতি হতে পারে। এ ছাড়া ত্রি-হুইলার, অটোরিকশা বা ছোট যানের কারণেও মহাসড়কে যানবাহনের ধীরগতি হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?