বাংলাদেশের সবচেয়ে বড় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যক্কারজনক হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন সিরাজগঞ্জ জেলা সদরে কর্মরত গণমাধ্যমকর্মীরা ও শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ প্রেস ক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত।
এ সময় প্রতিবাদ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও জেলা বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার। এ ছাড়া বক্তব্য দেন সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিন, সিনিয়র সাংবাদিক এস এম তফিজ উদ্দিন, ইসমাইল হোসেন, ইসরাইল হোসেন বাবু, আমিনুল ইসলাম, আব্দুস সামাদ সায়েম প্রমুখ।
বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শেখ হাসিনা সরকারের আমলে সময় সাহস করে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর, বাংলানিউজসহ ইস্ট ওয়েস্ট মিডিয়ার সব মিডিয়ায় একযোগে পুলিশ কর্মকর্তা বেনজীর আহমেদসহ বিভিন্ন দুর্নীতিবাজের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা প্রমাণ করতে সক্ষম হয়। কিন্তু গতকাল সোমবার এই সাহসী মিডিয়া হাউসের সাতটি প্রতিষ্ঠানে ন্যক্কারজনক হামলায় জাতি হতবাক। হামলার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বক্তারা অবিলম্বে হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচার করার দাবি জানান।
কর্মসূচিতে জেলা সদরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।