ঢাকা | বঙ্গাব্দ

দেশসেরা ফলাফল এনএস কামিল মাদ্রাসার ২২৭ জন শিক্ষার্থীর জিপিএ-৫

  • আপলোড তারিখঃ 10-07-2025 ইং
দেশসেরা ফলাফল এনএস কামিল মাদ্রাসার ২২৭ জন শিক্ষার্থীর জিপিএ-৫ ছবির ক্যাপশন: সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি:


২০২৫ সালের দাখিল পরীক্ষায় ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা অসাধারণ ফলাফল অর্জন করেছে। ৪২৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৪২৬ জন, পাসের হার ৯৯.৭৭ শতাংশ। এর মধ্যে ২২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) পেয়েছে।


সাধারণ বিভাগে A+ পেয়েছে ১১০ জন, বিজ্ঞান বিভাগে ১১৭ জন। এ সাফল্যে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উৎসবের পরিবেশ বিরাজ করছে।


মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম বলেন, “এই ফল সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা শিক্ষার্থীদের নৈতিকতা ও আধুনিক জ্ঞানচর্চাতেও গুরুত্ব দেই।”


১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি ধর্মীয় ও সাধারণ শিক্ষায় সমানভাবে অগ্রগামী ভূমিকা রেখে চলেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে