ঢাকা | বঙ্গাব্দ

রাতে পিচ ঢালাই, সকালেই উঠে গেল কার্পেটিং

  • আপলোড তারিখঃ 27-10-2024 ইং
রাতে পিচ ঢালাই, সকালেই উঠে গেল কার্পেটিং ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওরে রাতে রাস্তা সংস্কারের পর সকালেই পিচ উঠে যাওয়ার অভিযোগ করেছে এলাকাবাসী। শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সিংজুড়ী ইউনিয়নের চরমাইজখাড়া-খাগ্রাটা এলাকায় রাস্তাটির পিচ ঢালাই দেওয়া হয়। আর সকালেই তা উঠে যেতে দেখা যায়।


চরমাইজখাড়া গ্রামের বাসিন্দারা জানান, ঠিকাদারের লোকজন বিকেল ৪ টা থেকে রাত ১১ টা পর্যন্ত রাস্তা ঢালাইয়ের কাজ করেছেন। বৃষ্টির ফলে রাস্তায় পানি-কাদা থাকলেও তারা গুরুত্ব দেননি। এমনকি গ্রামের লোকজন বাঁধা দিলেও তাদের ভয়ভীতি দেখিয়ে নিম্নমানের কাজ করেছেন। পরদিন শনিবার (২৬ অক্টোবর) সকালে এলাকাবাসী দেখেন রাস্তার পিচ ঢালাই উঠে যাচ্ছে।


এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার চরমাইজখাড়া-খাগ্রাটা এলাকায় এক হাজার মিটার সড়ক রিপিয়ারিং কাজের টেন্ডার হয়। এ কাজে ব্যয় ধরা হয় প্রায় ৫৪ লাখ টাকা। কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাকছুদ ইঞ্জিনিয়ারিং।


উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মাদ আলী জিন্নাহ বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঠিকাদারের লোকজন নির্মাণসামগ্রী নিয়ে কাজ করতে গেলে এলাকাবাসী বাঁধা দেন। পরবর্তীতে এলাকাবাসীর দাবির মুখে সড়কটির খানাখন্দের জায়গাগুলো বাদ রেখেই কাজ করা হয়। তিনি আরও জানান, দাহ্য মিশ্রিত বিটুমিন নির্মাণসামগ্রী নষ্ট হবে ভেবে উপজেলা প্রকৌশলীর নির্দেশে তাদের কাজ করার অনুমতি দেওয়া হয়। 


অবশ্য ঠিকাদারি প্রতিষ্ঠান এসব অভিযোগ অস্বীকার করেছেন। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শফিকুল ইসলাম নিশাদ জানান, রাতে কাজের ফলে কিছু ত্রুটি থাকতে পারে। সরেজমিনে গিয়ে দেখবো, প্রয়োজনে আবার ঢালাই দেয়া হবে।


উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ শাহিদুজ্জামান রাতে কাজের কথা স্বীকার করে বলেন, আমি এ উপজেলায় নতুন এসেছি। কাজ চলমান আছে। কোথাও কোনো সমস্যা হলে ঠিক করে দেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?