পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ডাহুক নদীতে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের দাবিতে হাজারো শ্রমিক বিক্ষোভ সমাবেশ করেছে। গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে কালিতলা ডাহুক সেতুর কাছে মানববন্ধন ও সড়ক অবরোধ করে তারা এই বিক্ষোভ অনুষ্ঠিত করে।
এলাকার পাথর শ্রমিকরা জানান, সমতল ভূমি থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে যাওয়ার পর থেকে তারা ডাহুক নদীর নুড়ি পাথরের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। কিন্তু সম্প্রতি প্রশাসন কর্তৃক পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা আরোপ করায় তারা বেকার হওয়ার পথে রয়েছেন।
শ্রমিক নেতা হারুন অর রশিদ বলেন, “আমরা গরীব মানুষ। নদীতে যে পাথর ভেসে আসে, সেটি উত্তোলন করে জীবিকা নির্বাহ করি। কিন্তু পাথর উত্তোলন বন্ধ হলে আমরা না খেয়ে মরব।
অন্য এক শ্রমিক জরিফুল ইসলাম বলেন, “আমরা সড়কে বসেছি কাজের জন্য। প্রশাসন যেন আমাদের সহযোগিতা করেন।”
বিক্ষোভের সময় শ্রমিক নেতারা বলেন, তারা সব নিয়ম মেনে পাথর উত্তোলন করেন এবং একটি মহল তাদের কাজ বন্ধ করার চেষ্টা করছে। তেঁতুলিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তারুল হক বলেন, “যদি পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়, তাহলে শ্রমিকরা না খেয়ে মারা যাবে।”
স্থানীয় প্রশাসন বলছে, দেশের আইন অনুযায়ী পাথর মহাল ছাড়া কোথাও পাথর উত্তোলনের অনুমতি নেই এবং ডাহুক নদীর সেতুগুলোর নিরাপত্তার জন্য পাথর উত্তোলন বন্ধ করা হয়েছে।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি জানান, পাথর শ্রমিকরা তাদের দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।