ঢাকা | বঙ্গাব্দ

দশম গ্রেড চেয়ে সারাদেশের অডিটরদের অবস্থান কর্মসূচি

  • আপলোড তারিখঃ 03-09-2024 ইং
দশম গ্রেড চেয়ে সারাদেশের অডিটরদের অবস্থান কর্মসূচি ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
অডিটর পদকে দশম গ্রেড বাস্তবায়ন চেয়ে সারাদেশের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের অডিটররা বিক্ষোভ অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছে।

মঙ্গলবার (৩ সেপ্টম্বর) রাজধানীর কাকরাইলের বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়সহ সারাদেশে সামনে এ বিক্ষোভ-সমাবেশ করা হয়।

সমাবেশ থেকে অডিটরেরা জানান, অডিটর পদে দুই ধরনের গ্রেড বিদ্যমান বেতন বৈষম্য দূর করার জন্য উচ্চ আদালতের রায় এবং আইন উপদেষ্টার ইতিবাচক মতামতের প্রেক্ষিতে অডিটর পদকে ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখ হতে দশম গ্রেড বাস্তবায়ন চান তারা। সমাবেশে থেকে সিএজিকে দ্রুত এ দাবি মেনে নেয়ার কথা বলা হয়। তারা জানান, দশম গ্রেড দাবি নয় বরং এটি তাদের অধিকার।

কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দের আহ্বানকে পূর্ণ সমর্থন জানিয়ে ডিসিএ রাজশাহী কার্যালয় আওতাধীন ডিএএফও সিরাজগঞ্জসহ সকল ডিএএফও এবং ইউএও কার্যালয়ের অডিটরগ কর্মবিরতি পালন করছেন।

ডিসিএ রংপুরের অডিটরেরা জানান, ২০১৮ সাল থেকে তাদের অধিকার জোরপূর্বক আটকে রাখা হয়েছে। হাইকোর্টের রায়টিকেও বাস্তবায়ন করছে না। সম্প্রতি আইন মন্ত্রণালয়ের মতামতও তাদের পক্ষে রয়েছে তবে তাদের অধিকার দেয়া হচ্ছে না বলেও জানান তারা।

সিএজি অফিসের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সিএজি এ বিষয়ে ইতিবাচক। বিষয়টি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?