ঢাকা | বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বগুড়ায় শহীদদের নাম-ঠিকানা সংবলিত ‘স্মৃতিফলক’ উন্মোচন

  • আপলোড তারিখঃ 07-11-2024 ইং
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বগুড়ায় শহীদদের নাম-ঠিকানা সংবলিত ‘স্মৃতিফলক’ উন্মোচন ছবির ক্যাপশন: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বগুড়ায় শহীদদের নাম-ঠিকানা সংবলিত ‘স্মৃতিফলক’ উন্মোচন করেছে জাস্টিস ফর জুলাই পরিষদ। বুধবার শহরের প্রাণকেন্দ্র সাতমাথা মুক্তমঞ্চের পাশে এ স্মৃতিফলক উন্মোচন করা হয়। প্রাথমিকভাবে ১৯ শহীদের নাম দেওয়া হলেও যাচাই-বাছাই করে আরও নাম যুক্ত করা হবে।


স্মৃতিফলকে স্থান পাওয়া ১৯ শহীদ হলেন– বগুড়া সদরের কমর উদ্দীন বাঙ্গী (২১), সিয়াম শুভ (১৬), আব্দুল মান্নান (৭০), শিমুল মন্ডল (৪৫), মাহফুজার রহমান (৩০), জুনাইদ ইসলাম রাতুল (১২), রিপন ফকির (৩৬), শিবগঞ্জের রনি মিয়া (২৮) ও সেলিম হোসেন (৩৫), দুপচাঁচিয়ার আবু রায়হান (২৯), কাহালুর মনিরুল ইসলাম (২৩), গাবতলীর জিল্লুর সর্দার (৪৫), সাকিল হাসান মানিক (২৩), সাব্বির হাসান (১৪), নন্দীগ্রামের সোহেল রানা (৩০), সোনাতলার আবদুল আহাদ সৈকত (১৬), সারিয়াকান্দির রহমত মিয়া ধলা (২১), দিনাজপুরের হিলির মো. সেলিম (৪৫) এবং বগুড়া শজিমেক হাসপাতালে অজ্ঞাতপরিচয় একজন।


জাস্টিস ফর জুলাই সংগঠনের সদস্য সচিব এ এম জেড শাহরিয়ার বলেন, অভ্যুত্থানে শহীদদের নাম সংগ্রহ অব্যাহত রেখেছি। নতুন নাম পেলেই ফলকে অন্তর্ভুক্ত করা হবে।


তিনি আরও বলেন, জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ সব অপরাধীর বিচার দ্রুত করতে হবে। অবিলম্বে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। 


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?