ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়, বিএনপির অভিনন্দন

  • আপলোড তারিখঃ 03-09-2024 ইং
পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়, বিএনপির অভিনন্দন ছবির ক্যাপশন: ফাইল ছবি

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানান তারা।

 

এদিকে, ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দলের অধিনায়ক শান্তকে ফোন দিয়ে কথা বলেন তিনি।

 

অন্যদিকে, নিজেদের ইতিহাসে প্রথমবার পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করায় টাইগারদের অভিনন্দন জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, জুলাই বিপ্লবের স্পিরিট খেলোয়াড়দের মাঝেও দেখা যাচ্ছে।

 

বাংলাদেশের খেলার মান উন্নয়নে প্রয়োজনীয় সব কাজ করা হবে বলেও জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা।

 

জুলাই বিপ্লবের স্পিরিট খেলার মতো প্রতিটি সেক্টরেই প্রতিফলিত হোক- এমন আশা প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, ষড়যন্ত্র করে বহিরাগতরা পোশাক খাতে হামলা করছে। তবে কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। যারা শ্রমিক সেজে পোশাক শিল্প বা অন্য কারখানায় হামলা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্টে ৬ উইকেটের জয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে এবারই প্রথম সিরিজ জয়ের কীর্তি গড়েছে টাইগাররা।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?