ঢাকা | বঙ্গাব্দ

ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষার্থীদের আড্ডা, রাজশাহীতে আটক ১৯

  • আপলোড তারিখঃ 07-11-2024 ইং
ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষার্থীদের আড্ডা, রাজশাহীতে আটক ১৯ ছবির ক্যাপশন: সংগৃহীত

রাজশাহীতে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডায় মেতে থাকা শিক্ষার্থীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। মঙ্গলবার থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এমন অভিযান শুরু করেছে। দুই দিনে ১৯ শিক্ষার্থীকে আটকের পর অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। 


রাজশাহী নগরের পদ্মাপাড়ে গেলেই অল্পবয়সী শিক্ষার্থীদের আড্ডা চোখে পড়ে। নগরের বড়কুঠি, পাঠানপাড়া, লালনশাহ মুক্তমঞ্চ, শিমলা পার্ক ও পুলিশ লাইন্স এলাকায় রোজই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্কুল-কলেজের ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের আড্ডা দিতে দেখা যায়। তাদের অনেকে নানারকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তাই তাদের ধরতেই এবার পুলিশ মাঠে নেমেছে। 


আড্ডা দেওয়া শিক্ষার্থীদের ধরে ধরে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। তারপর ডাকা হচ্ছে অভিভাবকদের। আর কখনও ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেবে না, এমন মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হচ্ছে। আরএমপির ডিবি পুলিশ দুই দিনে এমন ১৯ জনের কাছ থেকে মুচলেকা নিয়েছে।


বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় আরএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ফাঁকি দিয়ে পদ্মাপাড়ে আড্ডা দেওয়া ৯ শিক্ষার্থীকে আটকের পর অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে পদ্মার পাড় থেকে এই শিক্ষার্থীদের আটক করা হয়।


আগের দিন মঙ্গলবার (৫ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি দল পদ্মার পাড়ের শিমলা পার্ক থেকে ইনিফর্ম পরিহিত অবস্থায় ১০ শিক্ষার্থীকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়। পরে এই শিক্ষার্থীদের সচেতন হওয়া এবং এর কুফল সম্পর্কে ধারণা দিয়ে মুচলেকা নেওয়া হয়। পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয় বলেও পুলিশ জানায়।


সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, ক্লাস চলার সময় কিছু শিক্ষার্থী স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে পার্কে ও পদ্মার পাড়ে আড্ডা দিচ্ছে। এছাড়াও কিশোর অপরাধের মতো বিভিন্ন অপরাধে তারা জড়িয়ে পড়ছে। এমন অভিযোগ কিছু দিন থেকে পাচ্ছেন আরএমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ এমন অভিযান শুরু করেছে।


শিক্ষার্থীদের স্কুল ফাঁকি দিয়ে পার্ক ও পদ্মাপাড়ের আড্ডা থামাতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?