ঢাকা | বঙ্গাব্দ

বন্ধ ঘোষণার পর ড্যাফোডিল ইউনিভার্সিটির ক্যাম্পাসে সুনসান নীরবতা

ফটক দিয়ে ভেতরে ঢুকেই দেখা মিলে ঝকঝকে পরিপাটি ক্যাম্পাসের। পরিকল্পনামাফিক গড়ে তোলা প্রশাসনিক ভবন, সবুজ ঘাসে মোড়ানো খেলার মাঠ। মূল সড়ক ধরে সামনে এগোলে বিভিন্ন বিভাগের একাডেমিক ভবন। পাঁচ থেকে সাত মিনিট হাঁটার পর ইনোভেশন ল্যাবের ঠিক উল্টো পাশের বাগানে শালিক আর কাঠবিড়ালির দুষ্টুমি চোখে পড়ে।
  • আপলোড তারিখঃ 10-11-2023 ইং
বন্ধ ঘোষণার পর ড্যাফোডিল ইউনিভার্সিটির ক্যাম্পাসে সুনসান নীরবতা ছবির ক্যাপশন: education

ফটক দিয়ে ভেতরে ঢুকেই দেখা মিলে ঝকঝকে পরিপাটি ক্যাম্পাসের। পরিকল্পনামাফিক গড়ে তোলা প্রশাসনিক ভবন, সবুজ ঘাসে মোড়ানো খেলার মাঠ। মূল সড়ক ধরে সামনে এগোলে বিভিন্ন বিভাগের একাডেমিক ভবন। পাঁচ থেকে


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?