ঢাকা | বঙ্গাব্দ

আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির বিশেষ বৈঠক

  • আপলোড তারিখঃ 03-12-2024 ইং
আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির বিশেষ বৈঠক ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিশেষ বৈঠক করবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৫ টায় রাষ্ট্রীয় অতিথি ভবনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।


এদিকে বুধবার বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এছাড়া জাতীয় ঐক্যের প্রয়োজনে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার এ কথা বলেন।


তিনি বলেন, আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ সব ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা। বুধবার সব ধর্মীয়ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।


প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশ নিয়ে মিস ইনফরমেশন ছড়াছে। আমাদের ইমেজ নষ্ট হচ্ছে। এই ভয়াবহ তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে গনমাধ্যমকে দাঁড়াতে হবে। সেই সাথে ঐক্য ধরে রেখে এই অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।


শেভরন আবারও বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, শেভরন মনে করছে বাংলাদেশে যে পরিমান বিনিয়োগ হচ্ছে তাতে আগামীতে আরও জ্বালানির চাহিদা বাড়বে।


শফিকুল আলম জানান, পতিত সরকার গত ২ বছর শেভরনের কোনো পেমেন্ট দেয়নি। আর বর্তমান সরকার ৬ মাসের মধ্যে পেমেন্ট করবে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?