ঢাকা | বঙ্গাব্দ

মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি সম্পূর্ণ পূর্বপরিকল্পিত: এনসিপিকে কটাক্ষ রুমিন ফারহানার

  • আপলোড তারিখঃ 21-07-2025 ইং
মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি সম্পূর্ণ পূর্বপরিকল্পিত: এনসিপিকে কটাক্ষ রুমিন ফারহানার ছবির ক্যাপশন: ব্যারিস্টার রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক:


গোপালগঞ্জে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি)-এর ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে সম্পূর্ণ পূর্বপরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির শীর্ষস্থানীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।


এক বক্তব্যে তিনি বলেন, “এর আগেও এনসিপি উত্তরবঙ্গ থেকে তাদের রাজনৈতিক কর্মসূচি শুরু করেছিল, কিন্তু তখন তো আমরা ‘মার্চ টু রংপুর’ বা ‘মার্চ টু গাইবান্ধা’ কিছুই শুনিনি। তাহলে এবার হঠাৎ করে ‘মার্চ টু গোপালগঞ্জ’ কেন?” তার মতে, ‘মার্চ টু’ শব্দচয়ন রাজনৈতিকভাবে ভিন্নধর্মী বার্তা দেয় এবং একে উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে হচ্ছে।


রুমিন ফারহানা আরও বলেন, এই কর্মসূচির পরিণতিতে পাঁচজনের মৃত্যু ঘটেছে, অথচ তাদের মৃত্যুর ময়নাতদন্ত পর্যন্ত করা হয়নি। বরং ঘটনার পর পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করেছে এবং সাধারণ নেতাকর্মীরা এখন গ্রেফতার আতঙ্কে ভুগছেন।


তিনি সরকারের কঠোর মনোভাবের সমালোচনা করে বলেন, “রাজার দল এখন ‘ডগ স্কোয়াড’ নিয়ে সভা-সমাবেশের আগে নিরাপত্তা যাচাই করছে। তারা যে ফ্লোরে রুম ভাড়া নিচ্ছে, সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। এটি এক ধরনের বাদশাহী আচরণ।”



নিবন্ধনবিহীন একটি দলকে রাজনীতিতে ‘বাদশাহি ট্রিটমেন্ট’ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন রুমিন। তার ভাষায়, “রাজনীতিতে জায়গা পেতে যে অভিজ্ঞতা ও জনপ্রিয়তা দরকার, তার কিছুই এই দলের নেই।”


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে