ঢাকা | বঙ্গাব্দ

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২২ ডিসেম্বর

  • আপলোড তারিখঃ 03-12-2024 ইং
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২২ ডিসেম্বর ছবির ক্যাপশন: ফাইল ছবি

৪৪তম বিসিএস এর মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ২২ ডিসেম্বর। মঙ্গলবার (৩ ডিসেম্বর) পিএসসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে কারিগরি/পেশাগত ক্যাডারের ৫৪৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে।


পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  ‘৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের পদসমূহের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের [www.bpsc.gov.bd] ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।


৪৪তম বিসিএস এ লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে স্থগিত করা হয়। গত ১৮ জুলাই পর্যন্ত ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর পরীক্ষা নেওয়া হয়। তবে সরকার পরিবর্তনের পর দায়িত্ব নেওয়া নতুন কমিশন সেটি বাতিল করে। নতুন করে সবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর সবার পরীক্ষা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে