ঢাকা | বঙ্গাব্দ

শাহজাদপুরে বাসের ধাক্কায় নিহত ১ আহত ১০

  • আপলোড তারিখঃ 10-08-2025 ইং
শাহজাদপুরে বাসের ধাক্কায় নিহত ১ আহত ১০ ছবির ক্যাপশন: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।


শনিবার (৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাঘাবাড়ী এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।


জানা যায়, একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুটি ব্যাটারিচালিত রিকশাকে চাপা দেয়। এতে একটি রিকশার চালক নিহত হয় এবং আহত হয় আরও ১০ জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।  


হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে ঢাকা থেকে পাবনাগামী একটি যাত্রীবাহী বাসের চালক উপজেলার বাঘাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দুটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ব্যাটারিচালিত রিকশার এক চালক নিহত হন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।



খবর পেয়ে হাইওয়ে পুলিশ, শাহজাদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যান্য হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে