ঢাকা | বঙ্গাব্দ

দুর্গাপুরে সুসং সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপলোড তারিখঃ 09-07-2025 ইং
দুর্গাপুরে সুসং সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি ছবির ক্যাপশন: সংগৃহীত

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি :


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত ১৫ দিনের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণার দুর্গাপুরে বৃক্ষরোপণ করেছে সুসং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আরিফুল ইসলাম শান্ত।



বুধবার (৯ জুলাই) বিকেলে সুসং সরকারি কলেজ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন তিনি। এ সময় কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



আরিফুল ইসলাম শান্ত বলেন, "কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় এবং ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করেছি। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি এবং সবুজ বাংলাদেশ গঠনে ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।"



এ কর্মসূচির মাধ্যমে স্থানীয়ভাবে পরিবেশ রক্ষায় ছাত্রসমাজকে উদ্বুদ্ধ করার বার্তা দেন তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে