ঢাকা | বঙ্গাব্দ

আত্রাইয়ে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

  • আপলোড তারিখঃ 09-12-2024 ইং
আত্রাইয়ে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ছবির ক্যাপশন: ফোকাস উল্লাপাড়া

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান- চাল সংগ্রহ কার্যক্রম শুভ উদ্বোধন হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে খাদ্যগুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।


উপজেলা খাদ্য বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে আত্রাই উপজেলায় চুক্তিবদ্ধ  ১২ জন মিলারের কাছ থেকে প্রতি কেজি ৪৭ টাকা দরে ২,২১,৮০০ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। পাশাপাশি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৩ টাকা দরে ৪,৯১,০০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


উপজেলা নিবাহী অফিসার  মোঃ কামাল হোসেন এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুন্নাহার, উপজেলা কৃষি অফিসার অভিজিৎ তালুকদার, খাদ্য পরিদর্শক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সোহেল রানা,আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাহাবুদ্দিন, ইউনাইটেড প্রেস  ক্লাব, আত্রাই, সভাপতি, সাংবাদিক একেএম কামাল উদ্দিন টগর, খাদ্য পরিদর্শক ও  ভারপ্রাপ্ত কর্মকর্তা আত্রাই এলএসডি, উত্তম কুমার সরকার। উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি, চালকল মালিকগন উপস্থিত  ছিলেন। এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয় কৃষক ও মিলারদের উপকৃত হওয়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার  লক্ষ্যে সরকারের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?