আন্তর্জাতিক ডেস্ক:
ধর্ষণের অভিযোগ জানিয়ে পুলিশের কাছে লিখিত বয়ান জমা দিয়েছিলেন ‘নির্যাতিতা’। যদিও সেই বয়ান নিয়ে রহস্য বাড়িয়ে তুললেন ওই তরুণীর বাবাই। তাঁর দাবি, মেয়ের উপর কোনও অত্যাচার হয়নি। কেউ খারাপ ব্যবহারও করেননি।
বেহুঁশ করে আইআইএম ক্যালকাটা (যা আইআইএম জোকা নামে সমধিক পরিচিত)-র বয়েজ় হস্টেলে নিয়ে ধর্ষণ করেছেন কেন্দ্রীয় ওই শিক্ষা প্রতিষ্ঠানের এক ছাত্র। পুলিশের কাছে জমা দেওয়া লিখিত বয়ানে এমনই অভিযোগ করেছিলেন ‘নির্যাতিতা’ তরুণী। যদিও সেই বয়ান নিয়ে রহস্য বাড়িয়ে তুললেন ওই তরুণীর বাবাই। তাঁর দাবি, মেয়ের উপর কোনও অত্যাচার হয়নি। কেউ খারাপ ব্যবহারও করেননি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর মেয়ে ঘুমোচ্ছেন। মেয়ে ঘুম থেকে উঠলে তিনি এই বিষয়ে মেয়ের সঙ্গে কথা বলবেন।