বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উল্লাপাড়া পৌরসভার সরকারি আকবর আলী কলেজের পাশের সড়কে এ ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন- একই উপজেলার ঝিকিড়া গ্রামের মামুন হোসেন (২৩) ও মাটিকোড়া গ্রামের মেরাজ হোসেন (৩৫)। তারা দুজনই এজেন্ট ব্যাংকিংয়ের কর্মচারী।
উল্লাপাড়া ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট মীর মো. বাবু জানান, ঘটনার সময় একটি ব্যাগে করে ২৮ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে তার কর্মচারী মেরাজ ও মামুন উল্লাপাড়া আউটলেট থেকে লাহিড়ী মোহনপুর আউটলেটে টাকা দিতে যাচ্ছিলেন। সরকারি আকবর আলী কলেজের পাশের রাস্তায় অপহরণকারীরা একটি মাইক্রোবাস নিয়ে তাদের গতিরোধ করে। ৫ থেকে ৬ জন অপহরণকারী মাইক্রোবাস থেকে নেমে দুই কর্মচারীর মুখ চেপে ধরে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
তিনি আরো জানান, অপহরণকারীরা মোটরসাইকেলটি রাস্তার পাশে ফেলে রেখে গেছে। বিষয়টি উল্লাপাড়া থানা পুলিশকে জানানো হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান বলেন, অপহৃত দুই কর্মচারীকে তাড়াশ এলাকার বিশ্বরোডের পাশে থেকে উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুই কর্মচারীকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।