ঢাকা | বঙ্গাব্দ

কেউ কথা রাখেনি, স্বাধীনতার ৫৩ বছরেও হয়নি ব্রিজ!

নিজস্ব প্রতিবেদক
  • আপলোড তারিখঃ 13-11-2024 ইং
কেউ কথা রাখেনি, স্বাধীনতার ৫৩ বছরেও হয়নি ব্রিজ! ছবির ক্যাপশন: ফোকাস উল্লাপাড়া

একটি ব্রিজের অভাবে চরম দুর্ভোগে ৩০টি গ্রামের মানুষ। জনপ্রতিনিধিরা বার বার আশ্বাস দিলেও ৫৩ বছরেও তা বাস্তবায়ন হয়নি। ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয়রা।


সিরাজগঞ্জ সদর উপজেলা বহুলী ও শিয়ালকোল ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে ইছামতী নদী। দুটি ইউনিয়নের প্রায় ৩০টি গ্রামের অন্তত ৬০ হাজার মানুষের চলাচলের একমাত্র পথ ইছামতী নদীর সরাইচন্ডি ঘাট। ঘাটটিতে ব্রিজ না থাকায় ৫৩ বছর যাবৎ চরম  ভোগান্তি পোহাচ্ছে এই অঞ্চলের মানুষ।


কৃষি প্রধান অঞ্চল হলেও ব্রিজ না থাকায় প্রতিনিয়তই কৃষিপণ্য পরিবহনে স্থানীয়দের ঘুরে যেতে হয় কয়েক মাইল বাড়তি পথ। এতে করে গুণতে হয় অতিরিক্ত অর্থ।


বর্ষা মৌসুমে একমাত্র মাধ্যম হয় নৌকা আর শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো নির্মাণ করে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হয় শিক্ষার্থী ও স্থানীয়দের। ভুক্তভোগীদের অভিযোগ বিভিন্ন সময় বিভিন্ন এমপি মন্ত্রীরা আশ্বাস দিলেও ব্রিজ নির্মাণের কোন পদক্ষেপ নেয়নি।


এদিকে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, ব্রিজের ডিজাইন  বা টেন্ডারের বিষয়টি সঠিক নয়। তবে স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে ব্রিজ নির্মাণের ব্যাপারে ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হবে।


৩০টি গ্রামের দুর্ভোগ লাঘবে শুধু আশ্বাস নয়, মানুষের ভোগান্তি বিবেচনায় দ্রুতই ব্রিজটি নির্মাণের ব্যবস্থা নিবে কতৃপক্ষ এমনটা প্রত্যাশা স্থানীয়দের।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?