ঢাকা | বঙ্গাব্দ

বদলগাছীতে ফুটওভার ব্রিজ বা জেব্রা ক্রসিংয়ের দাবী শিক্ষার্থীদের

  • আপলোড তারিখঃ 26-07-2025 ইং
বদলগাছীতে ফুটওভার ব্রিজ বা জেব্রা ক্রসিংয়ের দাবী শিক্ষার্থীদের ছবির ক্যাপশন: সংগৃহীত

নওগাঁ জেলা প্রতিনিধি:



নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদে রাস্তা পারাপারের জন্য একটি ফুটওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং নির্মাণের দাবি করেন দুটি স্কুলের শিক্ষার্থীরাসহ এলাকার স্থানীয় জনগণ এবং শিক্ষকরা।


সরেজমিনে দেখা যায়, বদলগাছীর চারমাথা থেকে আসা নতুন ব্রিজ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়কটি, বদলগাছী-আক্কেরপুর এবং নওগাঁ-জয়পুরহাট যাওয়ার প্রধান সড়ক। তাছাড়াও পাহাড়পুর বৌদ্ধ বিহারসহ বিভিন্ন স্থানে যাওয়ার গুরুত্বপূর্ণ একটি সড়ক এটি। তাই এখানে সর্বক্ষণ যানবাহন চলাচল করে।

বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল এবং বদলগাছী মডেল সরকারি প্রাথমিক

বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলের সময়ে উপজেলার গুরুত্বপূর্ণ এই থানার মোড়ের রাস্তা থেকে ছিয়াম মার্কেটের মধ্যবর্তী এই গুরুত্বপূর্ণ এবং মারাত্মক (সর্বক্ষণ যানবাহন চলাচলকারী) এই সড়কটি পারাপার হয়।

থানার মোড় থেকে ছিয়াম মার্কেটের মধ্যবর্তী এই গুরুত্বপূর্ণ এবং মারাত্মক সড়কটি পার হতে শিক্ষার্থীরা ভয় করে। গাড়িগুলো খুব দ্রুত গতিতে চলে। মাঝে মধ্যেই এখানে দুর্ঘটনা লেগেই থাকে। এজন্য শিক্ষার্থীসহ সকলের কথা ভেবে এখানে একটি ফুটওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং খুব জরুরী বলে মনে করেন শিক্ষকগণসহ স্থানীয়রা।


এ বিষয়ে বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের ১০ শ্রেণীর একজন শিক্ষার্থী বলেন, "আমারা যখন স্কুলে যাওয়ার সময় রাস্তা পারাপার হই, তখন কিছুটা ভয়ের সঙ্গে পারাপার হতে হয় কারণ নতুন ব্রিজের থেকে বাইক, ট্রাক, ব্যাটারি চালিত ভ্যান খুব দ্রুত গতিতে আসে। কিছু কিছু সময় আমরা যখন সাইকেল নিয়ে স্কুলে যাতায়াত করি, তখন  দ্রুত গতিতে চলা চার্জার ভ্যানের সাথে সাইকেল ধাক্কা লেগে মাঝে মাঝে ছোটখাট দুর্ঘটনাও ঘটে। যদি রাস্তা পারাপারের জন্য ফুটওভার ব্রিজ বা জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা থাকত, তাহলে আমরা নির্ভয়ে রাস্তা পারাপার হতে পারতাম। "


এ বিষয়ে বদলগাছী সরকারি পাইলট  মডেল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফ্ফর হোসেন (উকিল) বলেন, "এই মোড়টি উপজেলার গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে সর্বক্ষণ যানবাহন ও মানুষের ভিড় লেগে থাকে। স্কুল শুরু ও ছুটির সময় শত শত শিক্ষার্থীকে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। আমরা দীর্ঘদিন ধরেই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এবং কর্তৃপক্ষের কাছে একাধিকবার মৌখিকভাবে জানিয়েছি। অভিভাবক ও শিক্ষার্থী এবং স্থানীয় জনগণের জন্য এখানে একটি ফুটওভার ব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুধু শিক্ষার্থী নয়, সাধারণ মানুষ ও বয়স্কদের জন্যও এই রাস্তা পার হওয়া অত্যন্ত বিপজ্জনক। একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলে এলাকার সকলের জন্যই উপকার হবে। "


এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, "শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সুবিধার্থে বিষয়টি গুরুত্বের সাথে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে জানাবো যত দ্রুত সম্ভব একটি কার্যকর পদক্ষেপ গ্রহণের চেষ্টা করব। "


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে