ঢাকা | বঙ্গাব্দ

জুলাই গণআন্দোলনের জয় উদযাপনে বিএনপির বিজয় মিছিল

  • আপলোড তারিখঃ 05-08-2025 ইং
জুলাই গণআন্দোলনের জয় উদযাপনে বিএনপির বিজয় মিছিল ছবির ক্যাপশন: সংগৃহীত

সুনামগঞ্জ প্রতিনিধি


জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী শাসনের পতনের বিজয়কে স্মরণ করে সুনামগঞ্জে বিজয় মিছিল করেছে সদর উপজেলা ও পৌর বিএনপি।


মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নূর।


পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও প্রবীণ আইনজীবী শেরেনূর আলী, রেজাউল হক এবং পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল হাসান জুনায়েদ। বক্তারা বলেন, দেশে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে জনগণের বিজয় নিশ্চিত হয়েছে। তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার দাবিও জানান।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম, আব্দুর রহিম ও নুর উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম, জেলা বিএনপি নেতা আক্তারুজ্জামান রিন্টু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুবদলের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, মমিনুল হক কালারচান এবং সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে