ঢাকা | বঙ্গাব্দ

গান গেয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানোর সেই স্বপ্নের একটি অংশ পূরণ হতে যাচ্ছে

  • আপলোড তারিখঃ 14-08-2025 ইং
গান গেয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানোর সেই স্বপ্নের একটি অংশ পূরণ হতে যাচ্ছে ছবির ক্যাপশন: সংগৃহীত
সংগীতজীবনের শুরু থেকেই আমার একটি স্বপ্ন ছিল, নিজের গান গেয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো এবং দেশের সংগীতকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরব। এখন সেই স্বপ্নের একটি অংশ পূরণ হতে চলেছে, যা আমার জন্য আনন্দের। যদিও এটি আমার জীবনের প্রথম যুক্তরাষ্ট্র ভ্রমণ, তবে পেশাগতভাবে এটি আমার চতুর্থ আন্তর্জাতিক সফর। আমি যতবার দেশের বাইরে গিয়েছি, সব সময়ই গানের আহ্বানেই গিয়েছি। গান আমাকে জীবনে অগণিত সুযোগ, অভিজ্ঞতা ও ভালোবাসা উপহার দিয়েছে। ইনশাআল্লাহ, এই পথ আরও দীর্ঘ হবে এবং সংগীতের মাধ্যমে আমি আরও দূর এগিয়ে যেতে পারব।

এর আগে আতিয়া আনিসা ব্যাংকক, ভারত ও অস্ট্রেলিয়ার বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন। আনিসা জানান, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ অক্টোবর দেশে ফিরবেন এই গায়িকা। আনিসার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত গান হচ্ছে ইমরানের সঙ্গে ‘আমায় রাখিও পরাণে বান্ধিয়া’। গানটি লিখেছেন আহমেদ রিজভী। সুর করেছেন নাজির মাহমুদ, মিউজিক করেছেন সজীব দাস। উল্লেখ্য, ‘পায়ের ছাপ’ সিনেমায় ‘এই শহরের পথে পথে’ গানটির জন্য ২০২২ সালের শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন আতিয়া আনিসা।

নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে