ঢাকা | বঙ্গাব্দ

বাবার ধারালো অস্ত্রের আঘাতে নেশাগ্রস্ত ছেলের মৃত্যু

  • আপলোড তারিখঃ 18-08-2025 ইং
বাবার ধারালো অস্ত্রের আঘাতে নেশাগ্রস্ত ছেলের মৃত্যু ছবির ক্যাপশন: সংগৃহীত

নাটোর প্রতিনিধি


নাটোরের সিংড়ায় বাবার ধারালো অস্ত্রের আঘাতে নেশাগ্রস্ত ছেলের মৃত্যু হয়েছে। এদিকে ঘটনার পর থেকে বাবা পলাতক রয়েছে। গতরাতে উপজেলার চামারি ইউনিয়নের মহিষমারি গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত ছেলে শফিকুল ইসলাম (৩০) ওরফে শরিফুল ওই এলাকার শহিদুল ইসলাম ওরফে শহিদ আলীর ছেলে।


স্থানীয়রা জানান, বাবা শহিদ আলী পেশায় গাছ ও কাঠ ব্যবসায়ী। তার তিন ছেলের মধ্যে শরিফুল বড়। শরিফুলের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন বাড়িতে চুরি, মেয়েদের উত্ত্যক্ত করা,পুকুরের মাছ চুরি, মানুষকে ধারালো চাকু দেখিয়ে ছিনতাই, গাছের ফল চুরিসহ নানা অভিযোগে অতিষ্ঠ ছিলেন বাবা-মা। এ পর্যন্ত তিনটি বিয়ে করলেও তার আচরণে কেউ থাকেনি। তাকে শাসন করতে গেলেও কারো কথা শোনে না উপরন্তু বাবা-মা-ভাইদেরও তাড়িয়ে বেড়াতেন।


শনিবার বিকেলে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরেন শফিকুল। ওই সময় নানা অভিযোগ নিয়ে কথা বললে উত্তেজিত হয়ে তিনি বাবা-মা-ভাইদের ওপর চড়াও হন। একপর্যায়ে প্রাণ বাঁচাতে সবাই বাড়ি থেকে চলে যান। তার মা ছোট ছেলেকে নিয়ে একই এলাকায় তার নানার বাড়িতে আশ্রয় নেয়। এ নিয়ে রাতে বাবার সাথে আবারও বাকবিতণ্ড শুরু হলে ক্ষিপ্ত হয়ে বাবা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয়।


সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, রবিবার (১৭ আগস্ট) সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে