ঢাকা | বঙ্গাব্দ

যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ, ২১ ঘণ্টা পর মিললো মরদেহ

  • আপলোড তারিখঃ 26-10-2024 ইং
যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ, ২১ ঘণ্টা পর মিললো মরদেহ ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিক্ষার্থী জিহাদের (১৫) মরদেহ ২১ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসে ডুবুরি দল। শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে যমুনা নদী থেকে জিহাদের মরদেহ উদ্ধার হয়।


নিহত জিহাদ সিরাজগঞ্জ পৌর শহরের হোসেন-পুর বাগানবাড়ি মহল্লার মো. জুয়েলের ছেলে। সে উপজেলার সবুজ কানন স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলেন।


সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, শুক্রবার দুপুরে শহরের ৩ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে যমুনা নদীতে গোসল করতে নামে জিহাদ। এসময় স্রোতে জিহাদসহ তার সঙ্গে থাকা ৩ জন নদীতে ভেসে যায়। পরে ২ জনকে স্থানীয়রা উদ্ধার করতে পারলেও পানিতে তলিয়ে যায় জিহাদ। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ চালায়। পরে রাতে স্রোতের কারণে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।


তিনি আরও জানান, শনিবার সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু করা হয়। এক পর্যায়ে ২১ ঘণ্টা পর সকাল সাড়ে ৯ টার দিকে নদীর ভেতর বালুর বস্তার নিচ থেকে জিহাদের মরদের উদ্ধার করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?