ঢাকা | বঙ্গাব্দ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক

  • আপলোড তারিখঃ 14-08-2025 ইং
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক ছবির ক্যাপশন: সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। তবে তাদের সব ধরণের আয়ের কর দিতে হয় না। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরের আয়কর নির্দেশিকায় তাদের ৪২ ধরনের ভাতা ও সুবিধা করমুক্ত রাখা হয়েছে। 


এসব করমুক্ত আয়ের মধ্যে রয়েছে- চিকিৎসা ভাতা, নববর্ষ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, শ্রান্তি ও বিনোদন ভাতা, শিক্ষাসহায়ক ভাতা, কার্যভার ভাতা, পাহাড়ি ভাতা, ভ্রমণ ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, পোশাক ভাতা, আপ্যায়ন ভাতা, ধোলাই ভাতা, বিশেষ ভাতা, প্রেষণ ভাতা, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা, জুডিশিয়াল ভাতা, চৌকি ভাতা, ডোমেস্টিক এইড অ্যালাউয়েন্স, ঝুঁকি ভাতা, অ্যাকটিং অ্যালাউয়েন্স, মোটরসাইকেল ভাতা, আর্মরার অ্যালাউয়েন্স, নিঃশর্ত যাতায়াত ভাতা, টেলিকম অ্যালাউয়েন্স, ক্লিনার অ্যালাউয়েন্স, ড্রাইভার অ্যালাউয়েন্স, মাউন্টেড পুলিশ অ্যালাউয়েন্স, পিবিএক্স অ্যালাউয়েন্স, সশস্ত্র শাখা ভাতা, বিউগলার অ্যালাউয়েন্স, নার্সিং অ্যালাউয়েন্স, দৈনিক বা খোরাকি ভাতা, ট্রাফিক অ্যালাউয়েন্স, রেশন মানি, সীমান্ত ভাতা, ব্যাটম্যান ভাতা, ইন্সট্রাকশনাল অ্যালাউয়েন্স, নিযুক্তি ভাতা, আউটফিট ভাতা ও গার্ড পুলিশ ভাতা। 


এ ছাড়া অবসরকালে প্রদত্ত লাম্পগ্রান্টও (পেনশনের আগে অর্জিত ছুটির নগদায়ন) করমুক্ত থাকবে।


তবে মূল বেতন, উৎসব ভাতা ও বোনাসে নির্ধারিত হারে আয়কর দিতে হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে